ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

যুক্তরাষ্ট্রের পিটসবুর্গে উড্ডয়নের সময় ডেলটা এয়ারের একটি যাত্রীবাহী ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে ৮০ জন যাত্রী ছিলেন। তবে যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।


বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ভারী তুষারপাতের কারণে এমনটি হতে পারে। তবে সঠিক কারণ জানাযায়নি।


এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। এতে সেখানে কিছুক্ষণের জন্য বিমান উঠা নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অন্য একটি বিমানে তুলে দেয়া হয়।

 

বৃহস্পতিবার বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছে, বিমানটি উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে ক্ররা কাজ তাদের কাজ চালিয়ে যাচ্ছে।










































































সূত্র : প্রতিদিনের সংবাদ

ads

Our Facebook Page